Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
জাতীয় মহিলা সংস্থা, ফেনী জেলার চেয়ারম্যান "জনাব খাদিজা আক্তার খানম রুনা" মহোদয়ের অফিস কক্ষে তথ্য আপা প্রকল্প(২য় পর্যায়) এর ফেনী জেলার ০৬ টি উপজেলার তথ্যসেবা কর্মকর্তা ও তথ্যসেবা সহকারীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত।
Details
ফেনী জেলার "জেলা জাতীয় মহিলা সংস্থার" শ্রদ্ধেয় চেয়ারম্যান জনাব খাদিজা আক্তার খানম রুনা ম্যাডামের সাথে আমরা ফেনী জেলার সকল উপজেলার(ফেনীসদর,ছাগলনাইয়া,ফুলগাজী,পরশুরাম,সোনাগাজী,দাগনভূঞাঁ) তথ্যআপারা আজ সৌজন্য সাক্ষাৎ করেছি। এসময় আমাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং ভবিষ্যতে কাজের অগ্রগতি যেন আরো সাফল্যমন্ডিত হয় সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন সবাইকে। ম্যাডাম এর দিকনির্দেশনা ও আন্তরিকতা মুগ্ধ করেছে আমাদের সবাইকে। ম্যাডামের প্রতি আমরা ফেনী জেলার সকল তথ্যআপারা অনেক অনেক কৃতজ্ঞ। আশা করছি ম্যাডামের নির্দেশিত পথে এগিয়ে যেতে পারবো এবং সুদূরভবিষ্যৎ এ সফলতা অর্জন করবো। ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে ম্যাডাম কে। তথ্যকেন্দ্র ফেনী সদর তথ্য আপা প্রকল্প -২য় পর্যায়
Images
Attachments
Publish Date
30/11/2020
Archieve Date
31/12/2020